রামধনু

                                রামধনু

জীবনটা কষ্টে পরিপূর্ণ,মুখ দিয়ে আজ আর হাসি বেরোয়না, চোখের জল শুকিয়ে গেছে,হৃদয় অভ্যন্তরে গভীর খাতের সৃষ্টি হয়েছে। চারিদিকে লাঞ্ছনা আর বঞ্চনা । এই সমস্তটাই জীবনের অঙ্গ।লড়াই করে বেঁচে থাকতে হবে নতুবা মনের মধ্যে থাকা সুপ্ত আমি কে মেরে ফেলতে হবে । এই মানসিকতা নিয়ে আমরা বেঁচে থাকি।জীবনে সুখের থেকে দুঃখের পরিমান বেশি এ কথাও শিরোধার্য।কিন্তু এই ছোট্ট জীবনটার মধ্যে যদি একটু বাঁক না থাকে একটু লড়াই না থাকে তবে জীবনটাকে উপভোগ করার মজা আছে বলে তো আমার মনে হয়না। আনন্দ,দুঃখ,জয়,পরাজয় এই সমস্ত কিছু নিয়েই জীবন।এই সমস্ত কিছুকে গ্রহণ করে জীবনকে উপভোগ করতে হবে তা নাহলে বেঁচে থাকার অর্থ খুঁজে পাওয়া অসম্ভব।আমাদের জীবনটা অনেকটা রামধনুর মতো ,পার্থক্য এই যে রামধনু মাত্র সাতটি রঙের খেলায় মেতে ওঠে আর,আমাদের জীবন ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন রূপে উদ্ভাসিত হয়ে ওঠে। আসলে এই ভিন্ন ভিন্ন রং ই ভিন্ন ভিন্ন মানসিকতার পরিচয় বহন করে । যেদিন এই হরেক রঙের খেলায় সমস্ত রং মিশে গিয়ে মাত্র একটি রঙ তার আসল পরিচয় দেবে সেদিনই জীবনের আসল রূপটি ভোরের আদিত্যর ন্যায় সকলের হৃদয়কে প্রজ্জ্বলিত করবে ।
    
                                                         ~ শুভম

Comments

Unknown said…
Khub sundor hoyeche ..Lekha chalie ja

Popular posts from this blog

বন্ধন

শৈশব

জীবন