Posts

Showing posts from October, 2018

ভাবনা

                                         ভাবনা গত এক মাস ধরে মনটা কোনো এক কারণ বশত ভারাক্রান্ত হয়ে উঠেছে । যখন এক চিত্তে ভাবতে শুরু করলাম তখন  তার কারণ অনুসন্ধান করতে সফল হলাম । আসলে কি বলুনতো কখনো কখনো কোনো বিষয় দুইজন মানুষের মধ্যে দুরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে । কিছু প্রতিক্রিয়া মানুষকে শান্ত করে দেয় আবার কিছু তার বিরূপ ক্রিয়া দেখাতে থাকে । আসলে প্রত্যেক মানুষ তার নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব মন নিয়ে তৈরি হয়, তাকে কারোর মন মাফিক বদলে ফেলাটা হয়তো অসাধ্য সাধন কাজ । তবে তার মন মতো নিজেকে মানিয়ে নেওয়া অবশ্যই যায় । কিন্তু যখনই প্রশ্ন ওঠে মন টাকে বদলে ফেলার তখনি শুরু হয় তিক্ততা আর তারপর তার অন্তিম পরিণতি । কিন্তু সমস্ত সম্পর্কে যদি দুইজন দুজনের মন মাফিক নিজেকে মানিয়ে তোলার চেষ্টা করে তবে সেই সম্পর্কের বাধন চিরস্থায়ী, তাকে ভেঙে ফেলার ক্ষমতা স্বয়ং ভগবানেরও হয়তো থাকেনা । মানুষের মনতো সৃষ্টির প্রথমদিন থেকে নিজ সত্ত্বায় বেড়ে ওঠে সেটা কি হঠাৎ করে কারোর জন্য বদলে ফেলা যায় ? হ্যাঁ মানিয়ে নেওয়া অবশ্যই যায় । সমস্ত মানুষ যদি এই সামান্য সত্যটুকু নিজ ইচ্ছায় মেনে নিতে পারে তবে গোটা দুনিয়াতে হয়তো আর কখনো