Posts

Showing posts from 2019

Your Mind Says Everything

Your Mind Says Everything The other day, I was sitting on a veranda and was writing some text for a website. A big mug of green tea stood on a small tray. Burning of nicotine released a dense smoke ,covered me well while my unconscious mind imagined some other thoughts.My eyes stared at those children who are still alive to survive.Pressure upon me has stopped the progress of my life,feeling bored by thinking this type of shit.I realised that the journey of life is not so easy.Being alive in this world you have to survive by any means.Thinking about the relationship between the whole world and me, atlast I found myself in a marathon race track which was made after the very first day of my birth. I don't know how to win this race but I am still running and killing myself.On that moment my unconscious mind tell me that wake up and do what you love , do what you like , don't listen to anyone. After all your script is written by you and you decide what wi...

ধন্যবাদ

                                  ধন্যবাদ প্রত্যেক মানুষেরই জীবন সীমিত অর্থাৎ জীবনের ব্যাপ্তি খুবই কম । জীবনের ক্ষুদ্র পরিসরে নিজেকে উন্মুক্ত করা সহজসাধ্য কাজ মোটেই নয়। এরই মাঝে কিছু মানুষ খুব সহজে নিজেকে মেলে ধরে আবার কিছু মানুষের পুরো জীবনটাই লেগে যায় নিজেকে উন্মুক্ত করতে । যারা কোনো কারণ বশত পিছিয়ে পরে তারা কোথাও না কোথাও সহানুভূতির হাত খোঁজে। কিন্তু সহানুভূতির নামে পায় ধিক্কার,অপমান কিছু কটু কথা। তবে তারা জানেনা তাদের এই অপমান ধিক্কারই আমাদের মতো মানুষের কাছে সহানুভূতির ঠিকানা। তারা ওই অপমান ধিক্কারটুকু জানায় বলেই আমরা পিছিয়ে পরা মানুষেরা নিজেদেরকে মেলে ধরার জন্য হারিয়ে যাওয়া জেদের পুনরুদ্ধার করতে সক্ষম হই। কখনো কারোর থেকে পাওয়া অপমান কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট না পেয়ে তার সেই অপমান থেকে সাফল্যের চাবি খুঁজে নিজেকে বৃহৎ জগতে পরিস্ফুট করুন এবং ধন্যবাদ জানান সেইসব মানুষের মহানুভবতাকে।     ...

বন্ধন

                                  বন্ধন দীর্ঘ প্রতীক্ষার অবসান । শ্যামনগরের অভিষেকের পা থামলো শিলিগুড়ির হাকিমপাড়ার এক বাড়িতে। বাবা মায়ের আদুরে এক ফুটফুটে কন্যা, রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, নাম শর্মিষ্ঠা, যার চোখের দিকে তাকাতেই অভিষেকের জীবনে এলো নয়া মোড় । অর্ধেক মন দান করে এসেছে ইতিমধ্যে , বিনিময়ে পাওয়া অর্ধেক মনকে আশ্রয় দিয়েছে হৃদয়ের ছোট্ট কুটিরে । সেই কুটিরকে পরিপূর্ণ করতে আজকের দিনে মিলিত হচ্ছে দুজনে সাত পাকের বন্ধনে । জন্ম নিতে চলেছে এক নতুন হৃদয় যেখানে আশ্রয় পাবে দুটি মন একত্রে। রাগ দুঃখ অভিমান ভালোবাসার তীব্র মেলবন্ধনে নতুন হৃদয় যেন এক সুবাসিত ফুলের বাগান , যেখানে হরেক রকমের ফুল ফুটবে প্রতি মুহূর্তে , চারিদিকে ছড়িয়ে পড়বে তার সুবাস । সূচনা হবে জীবনের নতুন অধ্যায়ের যেখানে প্রতিটা পাতা বহন করবে দুজনের নামের অক্ষর । নতুন করে মা হওয়ার স্বাদ পাবে নীলিমা দেবী ও ধৃতি দেবী । অমরত্ব পাবে দুটি পরিবার,কমবে শিলিগুড়ি ও শ্যা...