ধন্যবাদ
ধন্যবাদ
প্রত্যেক মানুষেরই জীবন সীমিত অর্থাৎ জীবনের ব্যাপ্তি খুবই কম । জীবনের ক্ষুদ্র পরিসরে নিজেকে উন্মুক্ত করা সহজসাধ্য কাজ মোটেই নয়। এরই মাঝে কিছু মানুষ খুব সহজে নিজেকে মেলে ধরে আবার কিছু মানুষের পুরো জীবনটাই লেগে যায় নিজেকে উন্মুক্ত করতে । যারা কোনো কারণ বশত পিছিয়ে পরে তারা কোথাও না কোথাও সহানুভূতির হাত খোঁজে। কিন্তু সহানুভূতির নামে পায় ধিক্কার,অপমান কিছু কটু কথা। তবে তারা জানেনা তাদের এই অপমান ধিক্কারই আমাদের মতো মানুষের কাছে সহানুভূতির ঠিকানা। তারা ওই অপমান ধিক্কারটুকু জানায় বলেই আমরা পিছিয়ে পরা মানুষেরা নিজেদেরকে মেলে ধরার জন্য হারিয়ে যাওয়া জেদের পুনরুদ্ধার করতে সক্ষম হই। কখনো কারোর থেকে পাওয়া অপমান কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট না পেয়ে তার সেই অপমান থেকে সাফল্যের চাবি খুঁজে নিজেকে বৃহৎ জগতে পরিস্ফুট করুন এবং ধন্যবাদ জানান সেইসব মানুষের মহানুভবতাকে।
~ শুভম
Comments