বন্ধন
বন্ধন
দীর্ঘ প্রতীক্ষার অবসান । শ্যামনগরের অভিষেকের পা থামলো শিলিগুড়ির হাকিমপাড়ার এক বাড়িতে। বাবা মায়ের আদুরে এক ফুটফুটে কন্যা, রূপে লক্ষ্মী গুনে সরস্বতী, নাম শর্মিষ্ঠা, যার চোখের দিকে তাকাতেই অভিষেকের জীবনে এলো নয়া মোড় । অর্ধেক মন দান করে এসেছে ইতিমধ্যে , বিনিময়ে পাওয়া অর্ধেক মনকে আশ্রয় দিয়েছে হৃদয়ের ছোট্ট কুটিরে । সেই কুটিরকে পরিপূর্ণ করতে আজকের দিনে মিলিত হচ্ছে দুজনে সাত পাকের বন্ধনে । জন্ম নিতে চলেছে এক নতুন হৃদয় যেখানে আশ্রয় পাবে দুটি মন একত্রে। রাগ দুঃখ অভিমান ভালোবাসার তীব্র মেলবন্ধনে নতুন হৃদয় যেন এক সুবাসিত ফুলের বাগান , যেখানে হরেক রকমের ফুল ফুটবে প্রতি মুহূর্তে , চারিদিকে ছড়িয়ে পড়বে তার সুবাস । সূচনা হবে জীবনের নতুন অধ্যায়ের যেখানে প্রতিটা পাতা বহন করবে দুজনের নামের অক্ষর । নতুন করে মা হওয়ার স্বাদ পাবে নীলিমা দেবী ও ধৃতি দেবী । অমরত্ব পাবে দুটি পরিবার,কমবে শিলিগুড়ি ও শ্যামনগরের দূরত্ব । যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব এই মন্ত্রে নব রূপে উদ্ভাসিত হবে দুটি জীবন ।
~ শুভম
Comments