জীবন

                                জীবন

এক বছর আগেও জীবনে একটা মাধুর্য ছিল । অভাবের সংসার হলেও সেই সংসার নিয়ে বিশেষ কিছু ভাবতে হয়নি। ছিল এক অন্যরকম শান্তি । সেই সময় জীবন বলতে আমার কাছে ছিল পড়াশুনা আর একটা ভালোবাসার সম্পর্ক । কিন্তু বর্তমানে পুরোনো জীবনটা যেন ফিকে হয়ে গেছে । হঠাৎ করে অভাব যেন অতিকায়ত্ব লাভ করেছে । নানারকমের চিন্তায় মন ভারাক্রান্ত । একদিকে ভালো চাকরি জোটানোর চিন্তা অন্যদিকে ভালোবাসাকে পূর্ণতা প্রাপ্তি দেওয়ার চিন্তা । অদ্ভুত ব্যাপার হচ্ছে দুটোই অনিশ্চয়তার দারিপাল্লায় ঝুলে আছে । ছোটবেলা থেকেই মা বলতেন জীবন নাকি নদীর স্রোতের ন্যায় বয়ে চলে … সত্যি এই কথার যথার্থতা আজ উপলব্ধি করতে পারি । এরকম অনিশ্চয়তার জীবন নিয়ে বেঁচে থাকা দুর্বিসহ হয়ে উঠছে ধীরে ধীরে কিন্তু বাঁচতে যে আমাকে হবেই । মাঝে মাঝে ভয় হয় এই ভেবে যে সংসারের অভাব দূর করতে সক্ষম হবো তো ? পারবো তো নিজের ভালোবাসাকে নিজের কাছে আগলে রাখতে ? জীবনের এক একটা মুহূর্ত পেরোনোর সাথে সাথে কেন যে এত চিন্তা হতাশা গ্রাস করে বসে তার যথার্থ উত্তর আজও পেলাম না ।খালি বুঝলাম জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত সুখের সময়সীমা খুবই সীমিত তাকে যথাসম্ভব উপভোগ করে নেওয়া উচিত তা নাহলে দুঃখ হতাশার থাবা জীবনের উপর এমন ভাবে পড়বে , জীবনটা জীবিত অবস্থাতে নরকে পরিণত হবে । হয়তো এটাই প্রকৃত জীবনের সংজ্ঞা ।

                                                ~ শুভম

Comments

Creative Souls said…
Sera Rambo da😌❤️
Unknown said…
Fatafati...Amra prottek e nijer jiboner sathe relate korte parchi
Unknown said…
baba...etaa tuiii liklii...😲😲etoo vlo likhis tuiii...jntam natoo..
GDS said…
Darun likhechhs toh..khub sundar