Posts

Showing posts from September, 2018

রামধনু

                                 রামধনু জীবনটা কষ্টে পরিপূর্ণ,মুখ দিয়ে আজ আর হাসি বেরোয়না, চোখের জল শুকিয়ে গেছে,হৃদয় অভ্যন্তরে গভীর খাতের সৃষ্টি হয়েছে। চারিদিকে লাঞ্ছনা আর বঞ্চনা । এই সমস্তটাই জীবনের অঙ্গ।লড়াই করে বেঁচে থাকতে হবে নতুবা মনের মধ্যে থাকা সুপ্ত আমি কে মেরে ফেলতে হবে । এই মানসিকতা নিয়ে আমরা বেঁচে থাকি।জীবনে সুখের থেকে দুঃখের পরিমান বেশি এ কথাও শিরোধার্য।কিন্তু এই ছোট্ট জীবনটার মধ্যে যদি একটু বাঁক না থাকে একটু লড়াই না থাকে তবে জীবনটাকে উপভোগ করার মজা আছে বলে তো আমার মনে হয়না। আনন্দ,দুঃখ,জয়,পরাজয় এই সমস্ত কিছু নিয়েই জীবন।এই সমস্ত কিছুকে গ্রহণ করে জীবনকে উপভোগ করতে হবে তা নাহলে বেঁচে থাকার অর্থ খুঁজে পাওয়া অসম্ভব।আমাদের জীবনটা অনেকটা রামধনুর মতো ,পার্থক্য এই যে রামধনু মাত্র সাতটি রঙের খেলায় মেতে ওঠে আর,আমাদের জীবন ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন রূপে উদ্ভাসিত হয়ে ওঠে। আসলে এই ভিন্ন ভিন্ন রং ই ভিন্ন ভিন্ন মানসিকতার পরিচয় বহন করে । যেদিন এই হরেক রঙের খেলায় সমস্ত রং মিশে গিয়ে মাত্র একটি রঙ তার আস...

শৈশব

                                          শৈশব জানেন একটা সময় ছিল যখন বোধ বুদ্ধি বলে কিছুই জন্মায়নি আমার মধ্যে... যা ছিল তা নিতান্তই ছেলেমানুষি । সেইসময় নরম বিছানার উপর বসে আকাশ পাতাল স্বপ্ন দেখতাম । কখনো দেখতাম মস্ত বড় পুলিশ অফিসার হয়ে গেছি কখনো বা দেখতাম ডক্টর আবার কখনো বা ইঞ্জিনিয়ার । আজকে তিরিশ এর কোটায় দাঁড়িয়ে সেইসব দিনের কথা মনে পড়লে সত্যি খুব হাসি পায় । এখন আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তে চাকুরীরত , মাস গেলে মোটা অংকের অর্থ উপার্জন করি ঠিক ই কিন্তু শৈশবের বন্ধুত্ব শব্দের যে অর্থ আমি জেনেছিলাম বর্তমানে সেই অর্থ খুঁজে পাওয়া যেন এক অসাধ্য সাধন কাজ । এখানে বন্ধুত্ব শব্দের পিছনে স্বার্থ ছাড়া কিছু মেলে না । আর মা বাবার আদর করে মাথায় হাত বুলিয়ে দেওয়া ! যাক সেই কথা নাই বা বললাম । অর্থ উপার্জনের খেলায় মেতে উঠে জীবন টা যেন একটা রেস ট্র্যাকে পরিণত হয়েছে , যেখানে ক্লান্তি শব্দটি অভিধান বহির্ভুত যা আছে তা হলো শুধুই অর্থের সুখ । না আছে কোনো শান্তি , না আছে ভালোবাসা । মাঝে মাঝে মনে ...

জীবন

                                জীবন এক বছর আগেও জীবনে একটা মাধুর্য ছিল । অভাবের সংসার হলেও সেই সংসার নিয়ে বিশেষ কিছু ভাবতে হয়নি। ছিল এক অন্যরকম শান্তি । সেই সময় জীবন বলতে আমার কাছে ছিল পড়াশুনা আর একটা ভালোবাসার সম্পর্ক । কিন্তু বর্তমানে পুরোনো জীবনটা যেন ফিকে হয়ে গেছে । হঠাৎ করে অভাব যেন অতিকায়ত্ব লাভ করেছে । নানারকমের চিন্তায় মন ভারাক্রান্ত । একদিকে ভালো চাকরি জোটানোর চিন্তা অন্যদিকে ভালোবাসাকে পূর্ণতা প্রাপ্তি দেওয়ার চিন্তা । অদ্ভুত ব্যাপার হচ্ছে দুটোই অনিশ্চয়তার দারিপাল্লায় ঝুলে আছে । ছোটবেলা থেকেই মা বলতেন জীবন নাকি নদীর স্রোতের ন্যায় বয়ে চলে … সত্যি এই কথার যথার্থতা আজ উপলব্ধি করতে পারি । এরকম অনিশ্চয়তার জীবন নিয়ে বেঁচে থাকা দুর্বিসহ হয়ে উঠছে ধীরে ধীরে কিন্তু বাঁচতে যে আমাকে হবেই । মাঝে মাঝে ভয় হয় এই ভেবে যে সংসারের অভাব দূর করতে সক্ষম হবো তো ? পারবো তো নিজের ভালোবাসাকে নিজের কাছে আগলে রাখতে ? জীবনের এক একটা মুহূর্ত পেরোনোর সাথে সাথে কেন যে এত চিন্তা হতাশা গ্রাস করে বসে তার যথার্থ উত্তর আজও পেলাম ...